প্লাস্টিক ব্যবহারে নিষিদ্ধ থাকার পরেও রাজধানীর বহু বাজারের দোকানদারদের প্লাষ্টিক ব্যবহার করতে দেখা যায় । দেশের সরকার প্লাষ্টিক ব্যবহার পরিবেশ ও মানব জীবনের জন্য ক্ষতিকারক বলে বহু বিজ্ঞপ্তি জারি করলেও এরকম খামখেয়ালীপন্ন কাজ করে থাকেন বহু দোকানদার । বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের উদ্যোগে রাজধানী বটতলা বাজারে প্লাষ্টিক বিরোধী অভিযান চালানো হয় , এই অভিযানে বাজারের কয়েকটি দোকান থেকে প্রচুর পরিমানে প্লাষ্টিক ব্যাগ উদ্ধার হয় এবং আইন অনুযায়ী তাদের ফাইন ও কাটা হয় । তাছাড়া বাজারের কয়েকটি দোকান থেকে বেশ কিছু পরিমান দেশী মদও উদ্ধার হয় বলে জানান সদর মহকুমা শাসক অসীম সাহা। এদিনের অভিযানে সদর মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন পলিউশন দপ্তরের অধিকারিকসহ রাজ্য পুলিশের আধিকারিকরা ।