Site icon janatar kalam

নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল রাজ্যের পুলিশ প্রশাসন , আটক ৫ মদ বিক্রেতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখার পর ও কিছুতেই রাজ্যকে নেশামুক্ত করতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে রাজ্যের পুলিশ প্রশাসন ক্রমাগতভাবে অভিযানের উপর অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার মধ্যে নেশা কারবারীদের একটি অংশ ধরা পড়লেও নেশার কারবার থামছেনা কিছুতেই। বর্তমানে রাজ্যে চলছে করোনা মহামারী আর এই মহামারীর দরুন রাজ্যে জারি রয়েছে করোনা কার্ফু এই কার্ফুর সুযোগ নিয়েই নেশা কারবারিরা রমরমাভাবে চালিয়ে যাচ্ছে নিজেদের কারবার। শুক্রবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ রাজধানীর মহারাজ গঞ্জ বাজার থেকে দেশী এবং বিদেশী মদ উদ্ধার করে এবং পাশাপাশি ৫জন মদ বিক্রেতাকে আটক করে পুলিশ। এদিন মহারাজগঞ্জ ফাঁড়ির আধিকারিক মঙ্গেশ পাটারী সংবাদ মাধ্যমকে জানান মহারাজগঞ্জ বাজারের ভিতরের কিছু দোকানে অভিযান চালিয়ে প্রায় ২০ – ২৫ লিটার দেশি মদ এবং বিলেতি মদ উদ্ধার করেন বলে তাছাড়া উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা হবে বলে জানান এবং এ ধরণের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version