Site icon janatar kalam

মহামারীর পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে সুরক্ষিত রাখতে প্রসার ভারতীর প্রয়াস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহামারী কালে প্রসার ভারতীর নয়া উদ্যোগ , মহামারী কালে যারা মহামারীকে উপেক্ষা করেও দিনরাত এক করে প্রথম সারির যোদ্ধা অর্থাৎ আরক্ষা প্রশাসন জীবন বাজি রেখে চালিয়ে যাচ্ছেন পেশাগত দায়িত্ব তাদের জন্য আজ প্রসার ভারতী হাতে নিল নয়া উদ্যোগ। বিলি করলো মাস্ক সাথে সুরক্ষার কথা মাথায় রেখে করা হল স্যানিটাইজ রাজধানীর পশ্চিম আগরতলা থানায়। এদিন সংবাদমাধ্যমকে প্রসার ভারতীর আধিকারিক জানান রাজ্যের পুলিশ প্রশাসন প্রতিনিয়তই এই মহামারীর পরিস্থিতিতে রাজ্যবাসীর সুরক্ষার স্বার্থে নিজেদের দায়িত্বে অনড় রয়েছেন ,সুতরাং তাদের ও তাদের পরিবার পরিজনদের সুরক্ষার কথা মাথায় রেখে আজকের এই উদ্যোগ বলে জানান তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দপ্তরের কর্মকর্তাদের উৎসাহ ছিল লক্ষণীয়।

Exit mobile version