Site icon janatar kalam

মৃত্যুর পর কোভিড পজিটিভ রিপোর্ট , সৎকারে বাধা এলাকাবাসীর

জনতার কলম ত্রিপুরা আমবাসা প্রতিনিধি :- মৃত্যুর পর জানা যায় কোভিড পজিটিভ। মৃতদেহ সৎকারে এলাকাবাসীর বাধা। উত্তেজনা চরমে উঠে ডলুবাড়ি এলাকায়। মহকুমা শাসক ও পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ পাঁচঘন্টা টানাপোড়নের পর মৃতদেহ সৎকার করা হয়। ঘটনা রবিবার। জানা গেছে আমবাসা মহকুমার ডলুবাড়ী এলাকার বাসিন্দা 70 বছরের এক মহিলা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কয়েক দিন আগে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে ধলাই জেলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঐ মহিলাকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের সদস্যদের কথায়, শনিবার গভীর রাতে সাধারন ওয়ার্ডেই মারা যান প্রবীনা। মৃত্যুর আগে তার সোয়াব সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার জন্য। রিপোর্ট আসার আগেই মারা যাবার পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাত। যথারীতি মৃতদেহ পৌছে যায় রবিবার সকালে ডলুবাড়িতে। বিপত্তি বাধে মৃতদেহ সৎকারের সময় ডলুবাড়ি দুর্গেশ দাস স্মৃতি মহাশ্মশানে।খবর আসে রিপোর্টে করোনা পজিটিভ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ বিশেষ করে মহিলারা মৃতদেহ সৎকারে বাধা দিতে থাকেন। এখানে সৎকার করা যাবে না বলে জানায় তারা। ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ছুটে আসেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষন আলোচনায় সমাধান না হওয়াতে ছুটে আসেন মহকুমা শাসক। প্রায় পাঁচ ঘন্টা টানাপোড়নের পর প্রশাসনের উদ্যোগে কোভিড বিধি মেনে সৎকার করা হয় মৃতদেহ।

Exit mobile version