Site icon janatar kalam

নেশা কারবারের মূল পান্ডাসহ আটক নেশা সেবনকারী দুই যুবকও

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিশালগড় রাঙ্গাপানি এলাকা থেকে আটক 2 নেশা সেবনকারী যুবক মূল পান্ডা সিরাজ মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানাজায় সেরাজ নিয়ে দীর্ঘদিন যাবৎ লাল চিলা সহ বিভিন্ন এলাকায় জনজাতি লোকেদের কাছে নেশার বিভিন্ন সামগ্রী বিক্রি করছেন এবং সমস্ত জনজাতি যুবকদের নেশায় আসক্ত করে তুলছেন আজ এলাকার সমস্ত জাতির লোকেরা একসঙ্গে মিলিত হয়ে নেশাখোর সিরাজ মিয়ার ওপর চড়াও হতে সিরাজ মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সেখান থেকে নেশা পান করা অবস্থায় দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

Exit mobile version