Site icon janatar kalam

ঝরে গেল ১০৩২৩ এর আরেকটি প্রান, শোকাহত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা মহল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রয়াত হলেন ১০৩২৩ এর আরো এক শিক্ষক। কিডনি জনিত রোগের কারনে প্রয়াত হলেন তিনি। বাড়ি খোয়াইয়ের অজগরটিলায়, নাম কাজল ভট্টাচার্যী বয়স ৫১। উনার প্রয়াণে গভীর শোকাহত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা। এদিন ১০৩২৩ শিক্ষক কমল দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই অব্দি ৯৭ জন সহযোদ্ধাকে হারিয়েছি, আর কোন সহযোদ্ধাকে হারাতে চায় না। বিগত ১৪ মাস ধরে বেতন নেই এর মধ্যে মহামারীর পরিস্থিতি কিভাবে পরিবারগুলো দিনযাপন করছে সেটা একমাত্র ওরাই বলতে পারবে এবং এর মধ্যে একটি চিন্তা কিভাবে পরিবার প্রতিপালন করবে, যার দরুন প্রানগুলি ঝরে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আর কাজল ভট্টাচার্য ১০৩২৩ এর গনধর্নায়ও সামিল ছিলেন এই চার মাসের মধ্যে কিভাবে তিনি সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন সেটাতে শোকস্তব্ধ সকলে। তাছাড়া রাজ্য সরকারের কাছে বিনম্র অনুরোধ রাখেন তাদের চাকরির স্থায়ী সমাধানের এবং মৃত কাজল ভট্টাচার্যের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করলেন।

Exit mobile version