Site icon janatar kalam

মহামারীর পরিস্থিতিতে গার্হস্থ্য হিংসার অভিযোগ , থানার দ্বারস্থ্য গৃহবধূ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহামারীর কারণে সারা দেশের সাথে রাজ্যের অবস্থাও যখন সংকটজনক তখনই গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠলো এক গৃহবধূর পক্ষ থেকে। জানা যায় বিয়ের আট মাস পর থেকে তার স্বামীসহ শশুর শাশুড়ি মিলে ওই গৃহবধূর ওপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার শুরু করে এবং রোজদিনই গুণধর স্বামী চিরঞ্জিত আচার্জী রাতের বেলা মদ খেয়ে এসে গৃহবঁধূকে মারধর করে। অত্যাচারের মূল কারণ হিসাবে জানা যায় গরিব বলে বিয়ের সময় পন দিতে না পারা। তাছাড়া শ্বশুর শাশুড়ি তো অত্যাচার করেই যাচ্ছে। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে কাল পাষণ্ড শশুর পরিমল আচার্জী গৃহবধূকে মারধোর করতে করতে তার পরনের কাপড়টুকু পর্যন্ত ছিড়ে ফেলে। অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ওই গৃহবধূ আগরতলা পশ্চিম মহিলা থানায় একটি মামলা দায়ের করে স্বামীসহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন এবং এখন দেখার এ বিষয়ে আদৌ ও ঐ গৃহবধূ নায্য বিচার পায় কিনা।

Exit mobile version