জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বৃহস্পতিবার রাজধানীর লেইক চৌমুহনী বাজার থেকে এক যুবককে নেশা সামগ্রীসহ আটক করে পুলিশ। ঘটনাস্থলে ১৯নং ওয়ার্ড প্রেসিডেন্ট নন্দলাল বণিক ওকে জিজ্ঞাসাবাদ চালালে সে জানায় এগুলি সে ব্যবসার জন্য নয় নেশা করার জন্য নিয়েছে বলে। তাছাড়া যুবকটি এই নেশা সামগ্রীগুলি কথা থেকে এনেছে এবং মূল অভিযুক্তের নাম বললেও পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এদিন ওয়ার্ড প্রেসিডেন্ট নন্দলাল বণিক সংবাদ মাধ্যমকে জানান পুলিশকে সমস্ত তথ্য দেওয়ার পর ও পুলিশের ভূমিকা নিন্দনীয় এবং পুলিশের কাছে ওই নেশার আঁতুড়ঘরে অভিযান চালানোর অনুরোধ জানালেও পুলিশে ভূমিকা নির্বিকার বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। শুধু তাই নয় মহামারীর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নেশা কারবারিরা নিজেদের ব্যবসা রমরমাভাবে চালিয়ে যাচ্ছে , রাজ্য প্রশাসনের অভিযানের উপর অভিযানের পরেও এক দুজন আটক হলেও মূল অভিযুক্ত ধরা না পড়ায় এই নেশা কারবার বন্ধ করতে পারছেনা পুলিশ প্রশাসন।