জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমানে রাজ্যে মহামারীর পরিস্থিতিতে নেশা কারবারীদের রমরমা কারবার চলছে। মহামারীর পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে যে জায়গায় ব্যস্ত প্রশাসন সেই সময়কে কাজে লাগিয়ে নিজেদের কারবার চালিয়ে যাচ্ছিল নেশা কারবারীরা। আজ গোপন খবরের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার এস ডি পিও এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে দশমীঘাট জয়পুর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট, হিরোইন, কোওটা, উদ্ধার করা হয় এবং নগদ অর্থসহ ২জন কে আটক করে। আটক ব্যাক্তিদের নিয়ে আসা হয় নিয়ে পশ্চিম আগরতলা থানায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক জানান তাদের সাথে জড়িত রয়েছে এমন কিছু ব্যাক্তিদের নামও আছে বলে তাদেরকে আজ রাতের মধ্যে গ্রেপ্তার করা হবে এবং এধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে বলে জানান তিনি। তাছাড়া নেশার কারবারকে গুড়ি থেকে উঠিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেশামুক্ত রাজ্য গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দেবেন বলেও জানান।