Site icon janatar kalam

নাগরিকদের সচেতন করার লক্ষে আগরতলা পুর নিগম এবং সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে বটতলায় মাস্ক এনফোর্সমেন্ট করা হয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশ করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বেকাবু হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের রাজ্যেও এই সংক্রমণের হার বাড়ছে। প্রশাসন কিংবা রাজ্য সরকার প্রতিনিয়ত অভিযান জারী রাখলেও একটি অংশের মানুষের অসচেতনতার ফলে বর্তমানে রাজ্যের এই পরিস্থিতি। তাই অসচেতন অংশের নাগরিকদের সচেতন করার লক্ষে আগরতলা পুর নিগম এবং সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে সদর এস ডি এমের নেতৃত্বে বটতলায় মাস্ক এনফোর্সমেন্ট করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসডিএম অসীম সাহা বলেন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে, কোভিড বিধি মেনে চলার আহবান করা হচ্ছে এবং জনবহুল স্থান এড়িয়ে চলার আবেদন জানানো হচ্ছে, তাছাড়া প্রতিনিয়ত মাস্ক পরিধান করার কথা বলা হচ্ছে। তা সত্বেও একটি অংশের মানুষ বেপরোয়াভাবে চলছে মাস্ক মুখে পরিধান না করে পকেটে কিংবা ব্যাগে রেখে দিচ্ছে, তাছাড়া শিশু ও ষাটোর্ধ বৃদ্ধদের বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার আবেদন করা হলেও দেখা যাচ্ছে এরা ঘর থেকে বেরিয়ে এসে বাজারে অযথা ভীড় জমাচ্ছেন। তাই তাদেরকে পুনরায় সচেতন করার লক্ষে এই অভিযান বলে অভিমত ব্যাক্ত করলেন তিনি। এদিনের অভিযানে সদর মহকুমা শাসক অসীম সাহাসহ উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও।

Exit mobile version