Site icon janatar kalam

আইজিএম হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আন্তর্জাতিক সেবিকা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আজ জন্মদিন। তাই এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে। সমাজের প্রতি নার্সদের অবদান অপরিসীম। কেননা অসুস্থদের শুশ্রূষা করতে সেবিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেবিকারা যেভাবে অসুস্থ মানুষদের সেবা-শুশ্রূষা করেন তার প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে যথাযথ মর্যাদায় গোটা বিশ্ব এই দিনটি পালন করেন। তারই পরিপ্রেক্ষিতে রাজধানীর আইজিএম হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আন্তর্জাতিক সেবিকা দিবস। এদিনটিকে কেন্দ্র করে সরকার ও স্বশাসিত সংস্থাগুলি প্রতি বছর চেষ্টা করে নার্সিং পরিষেবার আরও বিকাশ ঘটাতে। আধুনিকতম স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের চাহিদা সম্পর্কে ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন ইত্যাদি পড়ে তার মধ্যে। প্রতিটি দেশ নিজেদের মত করে সেবিকাদের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করে থাকেন এই দিনটি।

Exit mobile version