জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি- রাজ্যে গণবণ্টন অবস্থায় খাদ্য মজুদ আছে। করোনা ভাইরাস সংক্রমণ রোগের সময়ে সরকার একটি টিম গঠন করে তার মধ্য দিয়ে খাদ্য সামগ্রী সঠিকভাবে বন্টন করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখাশোনা করেছিলেন। রাজ্যে চাল, গম, চিনি, লবণ মজুদ আছে, চিনি দুদিনের জন্য মজুদ করা আছে কোন চিন্তার বিষয় নয়, রাস্তায় চিনির গাড়ি আছে বলে জানান রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। মঙ্গলবার আগরতলার মহাকরণে নিজ কক্ষে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান রাজ্যে বর্তমানে কোভিড পরিস্থিতিতে খাদ্য সামগ্রী গণবণ্টন অবস্থায় মজুদ করা আছে আর তার জন্য খাদ্য দপ্তর ও লিগেল মেট্রলজিও, সদর মহকুমা শাসকের একটি টিম গঠন করা হয়েছে তারা এই বিষয়গুলো বিশেষভাবে দেখবেন বলে জানান। তিনি আরো বলেন ভোজ্যতেলের দাম অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে তার জন্য রাজ্যের বাজারগুলোতে ভোজ্যতেল ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন। কিন্তু খাদ্যমন্ত্রী খবর নিয়ে দেখেছেন রাজস্থানে ভোজ্যতেলের উৎপাদন করা হয় সেখানে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে রাজ্যে তেলের দাম বৃদ্ধি হয়েছে। তাই রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে প্রতিনিয়ত অভিযান চলছে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা ভোজ্য তেল বেশি দামে বিক্রি করবে তাদেরকে সরকার ব্যবস্থা নিবে। এমনকি গত এক দিন আগে 2টি দোকানে ভোজ্য তেল বেশি দামে বিক্রি করাতে দোকান সিল করে দেওয়া হয়েছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজার গুলোতে এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে। করোনা পরিস্থিতিতে জনগণকে ঠকিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে বেশি দামে কোন কিছু বিক্রি করতে না পারে তার জন্য যে টিম গঠন করা হয়েছে সেটি প্রতিনিয়ত রাজ্যের কোথাও-না-কোথাও প্রত্যেকটি বাজারে অভিযান চালিয়ে রাখবে বলে জানান খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব।