Site icon janatar kalam

রাজধানীতে উদ্ধার বিপুল পরিমান নেশা সামগ্রী , গ্রেপ্তার ১

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- প্রচুর পরিমান নেশা সামগ্রীসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে এয়ারপোর্ট থানার পুলিশের সহায়তায় পশ্চিম নারায়ণপুর এলাকা থেকে ২০০০ ইয়াবা ট্যাবলেট , শুকনো গাজা , কফ সিরাপ ও প্রচুর পরিমান ড্রাগস নেওয়ার সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে বাড়ির মালিক ভাস্কর দাসকে গ্রেপ্তার করেছে। এনিয়ে এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানান উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা। আগামী দিনেও পুলিশ এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠনের পরেই মুখ্যমন্ত্রী বিপ্ল্ব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পুলিশের অতি সক্রিয়তা প্রায় প্রতিদিনই নেশা সামগ্রী উদ্ধারসহ নানা ব্যাক্তিকে গ্রেপ্তার করলেও দমানো যাচ্ছে না নেশা কারবারিদের। অভিযোগ পুলিশ প্রশাসনের একটা অংশের প্রত্যক্ষ মদতেই রাজ্যে নতুন করে নেশা কারবারিরা মাথা চাড়া দিয়ে উঠছে। বিশেষ করে ১৮ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন যারা গেরুয়া শিবিরে নিয়োগ নিয়েছিল তাদের মধ্যেই একটা অংশ আজকের নেশা সাম্রাজ্যের রাজা বলে পরিচিত। তবে পুলিশ নিরপেক্ষভাবে অভিযান চালিয়ে গেলে হয়তোবা পূরণ হতে পারে মুখ্যমন্ত্রীর স্বপ্ন।

Exit mobile version