জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ন্যাশনাল কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইট এবং ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস যৌথ উদ্যোগে তিন দিনের প্রোগ্রাম আজ দ্বিতীয় দিন যেখানে আলোচনা করা হবে জন্মের পর শিশুদের কিভাবে যত্ন নেওয়া দরকার এবং একটি শিশু জন্মের পর আইনগতভাবে তারিখে কি পাওনা রয়েছে ও কিভাবে শিশু সুবিধাগুলি গ্রহণ করা যাবে তাছাড়া শিশুদেরকে যত্ন নেওয়ার ক্ষেত্রে কি কি পথ অবলম্বন করা দরকার সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানান শিশু সুরক্ষা ও শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন নিলীমা ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তাছাড়া আশা কর্মী সহ বিভিন্ন এদের উপস্থিতি ছিল লক্ষণীয়।