Site icon janatar kalam

এডিসি ভোটের প্রচারে গোমতী জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুকান্ত সাহা

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টি গোমতী জেলার উদ্যোগে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কুড়ি কিল্লা, বাগমা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জয় কিশোর জমাতিয়া সমর্থনে ছয়ঘড়িয়া ভিলেজ কাউন্সিল এর অধীনে তৈচাকমা গ্রামে বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযানে বের হয় গোমতী জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুকান্ত সাহা নেতৃত্বে বিজেপি যুব মোর্চার কর্মীরা। এই জন সম্পর্ক অভিযানে এছাড়া উপস্থিত ছিলেন আর কে পুর মণ্ডলের যুব মোর্চা সভাপতি রাকেশ শীল, 30 বাগমা যুব মোর্চার মন্ডল সভাপতি অমর জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন পাহাড়ের জনসম্পর্ক অভিযানে বের হয়ে গোমতী জেলা যুব মোর্চা সহ-সভাপতি সুকান্ত সাহা জানান বিভিন্ন এডিসি ভিলেজ এলাকায় গত বাম জমানায় পানীয় জল, স্বাস্থ্য ,শিক্ষা ও রাস্তাঘাট সহ বিভিন্ন মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছিল বিভিন্ন এলাকার জনজাতি অংশের লোকেরা। বাগমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পাহাড়ি অঞ্চল গুলোতে যেভাবে জনজাতি অংশের লোকজন প্রতিনিয়ত বঞ্চনার শিকার হতে হয়েছে । সেই কাহিনী তুলে ধরে বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যকলাপ তুলে ধরে মানুষের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে জেলার যুব মোর্চার কর্মীরা। পাহাড়ে নির্বাচনকে ঘিরে যেভাবে যুব মোর্চা সহ সভাপতি সুকান্ত সাহা নেতৃত্বে মোর্চার যুব কর্মীরা প্রতিদিন মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন বাগমা বিধানসভা জুড়ে । তাতে রীতিমতো কুড়ি কিল্লা বাগমা বাগমা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সমর্থনে থাকা কর্মীদের মধ্যে এক প্রকার কম্পন ধরিয়ে দিয়েছে যুব মোর্চার কর্মীরা। এই দিনের পাহাড়ে বাড়ি বাড়ি জন সংযোগ কে ঘিরে যুব মোর্চা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।।

Exit mobile version