Site icon janatar kalam

টিবি দমনে পশ্চিম ত্রিপুরাকে পুরস্কৃত করা হবে- শৈলেশ

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- টিবি বা টিউবারকিউলোসিস এমন একটি রোগ যা প্রতিদিন অন্তত ৪০০০ প্রাণ কেড়ে নেয়। শুধুমাত্র ফুসফুস নয়, এই রোগটি সারা শরীরের উপরেই ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে সক্ষম। এই রোগের সঙ্গে জড়িয়ে আছে বহু অন্ধ ধারণা যা ভেঙে ফেলার সময় এসেছে। তাই রোগেরই নিয়ে সার্বিক সচেতনতা ও শিক্ষার প্রসারে ও প্রচারে ২৪ শে মার্চ দিনটিকে বিশ্ব টিবি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। রোগটির কারণ, লক্ষণ ও উপশম নিয়ে পর্যালোচনা করে হলো এই দিনটি উদযাপনের লক্ষ্য। তারই অঙ্গ হিসাবে আজ বিশ্ব সাইকোহলিক ফাউন্ডেশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের উদ্যোগে বিশ্ব টিবি দিবসের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক শৈলেশ কুমার যাদব। এদিন মহকুমা শাসক বক্তব্য রাখতে গিয়ে জানান ২০১৫ সাল থেকে ২০২১ অবধি পশ্চিম ত্রিপুরা ৪৩ শতাংশ টিবি রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলে। আর কারনেই পশ্চিম ত্রিপুরা জেলাজে রূপার মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাছাড়া এই দিনটিকে কেন্দ্র করে রাজ্য টিবি সেন্টারে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে কেননা টিবি রোগ থেকে বাচতে হলে জনবহুল পরিবেশ, অতিরিক্ত মদ্য পান ইত্যাদি থেকে বঞ্চিত থাকতে হবে বলে জানান তিনি।

Exit mobile version