Site icon janatar kalam

অনুষ্ঠিত হল রাধাকিশোর পুর মন্ডলের মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটির সংগঠনিক সভা

জনতার কলম ,ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি:- সোমবার বিকেলে 31 রাধাকিশোর পুর মন্ডলের মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে এক সংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রাজারবাগ মন্ডল অফিসে । উপস্থিত ছিলেন উদয়পুর মহিলা মোর্চা সভানেত্রী ভ্রমর সোম। এছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীর দাস, গোমতী জেলার মহিলা মোর্চা সভানেত্রী সবিতা নাগ সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা। এদিন রাজরবাগ মন্ডল অফিসে মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক সভায় সাংগঠনিক বিষয়ে ছাড়াও আগামী দিনে উদয়পুর পুর পরিষদ নির্বাচনে কিভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।প্রতিটি এলাকায় মহিলা মোর্চার সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য বিজেপির মহিলা মোর্চা কর্মীদের ঝাঁপিয়ে পড়তে ও নির্দেশ দেয়া হয় এদিনের বৈঠক থেকে। এদিনের সাংগঠনিক সবাই মন্ডল স্তরের সমস্ত মহিলা মোর্চা কর্মীরা অংশগ্রহণ করেন ।

Exit mobile version