Site icon janatar kalam

পূর্বদয়া সামাজিক সংস্থার বিভিন্ন আউটলেটে খাদ্যসামগ্রী বিতরনে রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- পূর্বদয়া সমাজিক সংস্থার বিভিন্ন আউটলেটে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পূর্বদয়া সামাজিক সংস্থার পক্ষ থেকে গরীব জনগনের জন্য খাদ্য, পুরানে ও নুতন জামাকাপড় থেকে শুরু করে তাদের জন্য ব্যবস্থা করেছেন, তাতে করে রাস্তায় যেই সব গরীব শ্রেনির লোকেরা না খেয়ে রাস্তায় থাকতে হয় তাদের জন্য পূর্বদয়া সামাজিক সংস্থার এই ধরনের আউটলেট এর ব্যবস্থাপনা। এদিন ডিআইজি ভিএস যাদব হার্ড অফ হিমিউনিটির বিভিন্ন আউটলেটে গরিব মানুষের মধ্যে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সংবাদমাধ্যমকে জানান পূর্বদয়া সামাজিক সংস্থার এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় এবং এই কর্মসূচির মধ্য দিয়ে গরিব মানুষ এবং রাস্তায় থাকা মানুষদের উপকার হচ্ছে বলে। তাছাড়া এ ধরনের সমাজসেবামূলক কাজে সমাজের বিভিন্ন অংশের মানুষদের এগিয়ে আসার আহব্বান রাখলেন। এদিনের অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ হার্ট অফ হিমিউনিটির কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version