Site icon janatar kalam

প্রধানমন্ত্রী দু বছরে ত্রিপুরাকে হীরা প্লাস বানিয়েছে – অলোক ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি – দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা বানিয়ে তুলবে বলে আশ্বাস দিয়েছিলেন। মাত্র দু’বছরে ত্রিপুরাকে হীরা প্লাস বানিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু যারা অন্ধ তারা চোখে বেশি দেখেন বলে এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারকে কটাক্ষ করলেন বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অলক ভট্টাচার্য। তিনি বলেন বিরোধী দলনেতার অন্তর্দৃষ্টি হারিয়ে গেছে। বিরোধী দলনেতা বলছেন, মানুষ অনাহারে রাজ্যের মারা যাচ্ছে। কিন্তু এই ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা বলে আখ্যায়িত করলেন তিনি। তাদের মূল উদ্দেশ্য ছিল সমাজকে দু’ভাগে ভাগ করা। কিন্তু বর্তমান সরকারের উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। আর সেই দিশা উন্নয়ন করে চলেছে সরকার। মডেল স্টেট করতে সরকার আগরতলা প্রত্যেকটি ওয়ার্ডে সাব সেন্টার বসানোর উদ্যোগ গ্রহণ করেছে। পিএসসি সেন্ট্রাল গুলিতে বিশেষজ্ঞ চিকিৎসক বসানো হচ্ছে। আগরতলা শহরের প্রতিটি মোড়ে বসানো হচ্ছে বিদ্যুতিক ট্রাফিক সিগনাল। রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে। আর এটাই সবকা সাথ সবকা বিকাশ লক্ষণ বললেন তিনি।

Exit mobile version