জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- ত্রিপুরা রাজ্য মিনি ট্রাক শ্রমিক সংঘের দূর্গা চৌমুহনী শাখার উদ্যোগে দুর্গা চৌমুহনি বিপণি বিতানে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, এবং টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, রক্তদান মহৎ দান। এ ধরনের রক্তদানে ব্ল্যাড ব্যাংকগুলিতে রক্তস্বল্পতা অনেকটা মেটাতে সক্ষম হবে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি রাজ্যের মুমূর্ষ রোগীদের স্বার্থে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা সংগঠন এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে রক্তদানের মতো মহৎ দানের মত শিবিরে এগিয়ে আসার জন্য রক্তদাতাদের শুভেচ্ছা জানান তিনি। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।