জনতার কলম , ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-আবারো নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেলো রাজেশ পুলিশ প্রশাসন। জানা যায় রাজধানীর উজান অভয়নগর সংলগ্ন এলাকায় চারজন যুবক এর মধ্যে নেশার সামগ্রী আদান-প্রদান হচ্ছিল ঠিক তখনই গোপন খবরের ভিত্তিতে এন সি সি থানার এস ডি পিও এবং ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী অভিযান চালিয়ে ৪ যুবক কে নেশা সামগ্রীসহ আটক করে এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে হিরোইন ও ক্যাশ টাকা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক হবে বলে জানান এনসিসি থানা এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার। কাল ঐ ৪ যুবককে কোর্টে তোলা হবে এবং তাদের রিমান্ড চাওয়া হবে বলে জানান এস ডি পিও প্রিয়া মাধুরী মজুমদার। তাছাড়া রাজ্যে দিনদিন বৃদ্ধি পাওয়া নেশা সামগ্রী ব্যবহার যুবকদের মধ্যে বৃদ্ধি পাওয়া রোধ করতে রাজ্যের পুলিশ প্রশাসন কে অভিভাবক মহল যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেটা আহব্বান রাখেন এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার।