Site icon janatar kalam

ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসছে অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্ট- ডাঃ দিলিপ দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যের অক্সিজেন সিলিন্ডারের অভাবে মহামারী পরিস্থিতিতে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছিলেন রোগীরা। সেই বিষয়টিকে মাথায় রেখে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অক্সিজেন সিলিন্ডার বসানোর প্লেনের উদ্দেশ্যে আজ আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান তিনি এবং সঙ্গে ছিলেন ইউএনডিপি প্ল্যানের আধিকারিক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ দিলীপ দাস রাজ্যের রোগীরা যেন অক্সিজেনের অভাবে মারা না যায় সে জন্য ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে রাজ্যের আটটি জেলায় বসানো হবে অক্সিজেন সিলিন্ডার প্লান্ট। আগে আপদকালীন সময়ে যে জায়গায় জিবি হাসপাতাল থেকে নিয়ে আসা হতো অক্সিজেন সিলিন্ডার এখন সেই জায়গায় আর কে পুর থেকে নিয়ে আসা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার বলে জানালেন পাশাপাশি ইউএনডিপি প্রকল্পের আধিকারিক রাজ্যে কার্যকর হলে রোগীদের পক্ষে সুবিধাজনক হবে বলে জানিয়েছেন। রাজ্যে ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বসানো হলে রাজ্যের হাসপাতালগুলোর পরিষেবা ও রোগীসহ রোগীর আত্মীয় পরিজনদের সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে বলে ধারণা করছেন চিকিৎসক মহল।

Exit mobile version