Site icon janatar kalam

লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের অভিযোগ এনে বিজেপি গোমতী জেলা কমিটির কোষাধ্যক্ষকে পার্টি থেকে বহিস্কার

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- অতিসম্প্রতি ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির কোষাধ্যক্ষ বাবুল দেবের বিরুদ্ধে কিছু ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে একজনকে মারধর করার কিছু অভিযোগ উঠেছে। ভারতীয় জনতা পার্টি যেকোনো ধরনের দুষ্কৃতী মূলক কাজকর্মের নিন্দা জানায়। দল স্বচ্ছতায় বিশ্বাস করে। অভিযোগ উত্থাপিত হওয়ার পর দলের জেলা সভাপতি অভিষেক দেবরায় প্রদেশ কমিটির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রদেশ নেতৃত্বের অনুমোদনক্রমে জেলা সভাপতি বাবুল দেব কে জেলা কোষাধ্যক্ষ সহ দলের সমস্ত রকম দায়িত্ব থেকে অপসারণ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও দলীয় কার্যকর্তাদের এ ধরনের অপরাধমূলক কাজকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন আইনের পথে চলবে। ভারতীয় জনতা পার্টি কাউকে আড়াল করার চেষ্টা করে না।
আজ জেলা কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম দে, জেলা মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতি শুক্লা মজুমদার ও জেলা কমিটির অন্যতম সদস্য বিশ্বজিৎ সাহা কে পাশে বসিয়ে জেলা কমিটির অফিস সম্পাদক ত্রিদিব দাস এ কথাগুলো বলেন।

Exit mobile version