জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এন এস এস এর উদ্যোগে এক রেলি আয়োজন করা হয়। রেলিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে জাতীয় যুব দিবস উপলক্ষে যুবদের স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হওয়ার বার্তা ছড়িয়ে দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা। এদিন বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বিশ্বের প্রতিটি মানুষ ধনী-গরিব, ক্ষুধার্ত, লাঞ্চিত, বঞ্চিত সকল অংশের মানুষ যেন বেঁচে থাকতে পারে এবং তাদের মধ্যে যেন ভাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকে তাছাড়া বিভিন্ন জাতির মধ্যে যে লড়াই সাম্প্রদায়িক দাঙ্গা সেসব ভুলে হিংসামুক্ত যে সমাজ গড়ার আহ্বান স্বামীজি দেশবাসীর কাছে রেখেছিলেন সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহবান রাখেন।