জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যের পর্যটনকে নতুন মাত্রা দেবার জন্য আগরতলায় আয়োজিত এডভেঞ্চার টুরিজম অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। অনুষ্ঠানটি ৯ই জানুয়ারী থেকে ১৩ ই জানুয়ারি পাঁচদিনব্যাপী চলবে। এদিনের অনুষ্ঠানে তিনি রাজ্য ও বহিরাজ্যের পর্যটকদের আকর্ষিত করতে রাজ্যসরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করেছে।
সমস্ত ধরনের টুরিজমের সাথে এডভেঞ্চার টুরিজমের উপরও গুরুত্ব আরোপ করেন। রাজ্যের পর্যটন কেন্দ্রকে দেশের মধ্যে অন্যতম স্থানে পৌঁছানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের পর্যটন শিল্প দেশের মধ্যে অন্যতম জায়গায় মাথা তুলে দাঁড়াতে পারবে বলে ধারণা অভিজ্ঞ মহলের একাংশের।