জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারও রাজধানীতে সাতসকালে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনা আখাউড়া রোড ওয়েস্টার্ন ক্লাব এলাকায়। মৃত যুবকের নাম বিজয় সূত্রধর বয়স 37। ঘটনা সুত্রে জানা যায় সকালে বাড়ির পাশের একটি ড্রেইনের মধ্যে মৃতদেহটি দেখতে পান তার বাড়ির লোকজন। এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন এবং মৃতের মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঠিকভাবে কিছু বলতে না পারলেও তিনি ইঙ্গিত দিয়েছেন উনার ছেলে টিভি রোগ থাকলেও এত দ্রুত মৃত্যু হতে পারে না বলে।তাছাড়া ওনার ছেলে সম্পর্কে বলতে গিয়ে উনি ভেঙে পড়েন। তাছাড়া ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজধানীর পশ্চিম ও বটতলা ফাড়ির পুলিশ। মৃত যুবকের মুখে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় এবং এনিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ এটি আঘাতের চিহ্ন নয় বলে জানিয়ে দেয়। যে জায়গায় ঘটনাস্থলে ফরেনসিক ল্যাব এর কোনো প্রতিনিধি ছিলেন না সেই জায়গায় একজন পুলিশ আধিকারিক কিভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু মর্জি মাফিক বলতে পারেন। মৃত যুবককে টিভি রোগে আক্রান্ত হওয়ার পরও তার উপর আক্রমণ চালিয়ে হত্যা করে তাকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসীরা। প্রশাসনের তরফ থেকে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। আপনি কি আদৌ ঘটনাটিকে খুন নাকি অন্য কিছু রহস্য জড়িয়ে রয়েছে সেটা একমাত্র প্রশাসনের সঠিক তদন্তে বেরিয়ে আসবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।