Site icon janatar kalam

মঙ্গলবার রাতে দুস্কৃতিকারী দ্বারা আক্রান্ত দুই যুবক

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- দুই যুবক কে প্রানে মারার চেষ্টা দুস্কৃতিকারীদের। ঘটনা, মঙ্গলবার রাত আনুমানিক দশটায় উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন খিলপাড়া ভাঙারপাড় আমতলা এলাকায়। আহত দুই যুবকের নাম প্রথম বিশ্বাস এবং সামিম আকতার। দুজনের বাড়িই খিলপাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক দশটায় উদয়পুর জগন্নাথ দিঘীর পাড় স্থিত বিবেক সংঘ সংলগ্ন এলাকায় প্রথমে মারধর করে এরপর বাইকে করে বাড়ি যাওয়ার সময় খিলপাড়া ভাঙ্গারপাড় আমতলা এলাকায় পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে প্রানে মারার চেষ্টা করে। এতে বাইকে থাকা প্রথম বিশ্বাস ও সামিম আকতার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দমকলের কর্মীদের খবর দিলে দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত দুজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রথম বিশ্বাস এর অবস্থা আশঙ্কাজনক হওয়াই তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। সামিম আকতার গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনায় একজন মেলাঘর এবং একজন উদয়পুরের যুবক জড়িও বলে প্রথম বিশ্বাস এর পিতা জানান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Attachments area

Exit mobile version