Site icon janatar kalam

ভুবনেশ্বরী মন্দিরে রাতের আঁধারে সমাজদ্রোহিদের আখরা,লক্ষ্য নেই কতৃপক্ষের

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিঃরাজ্যের ও বিদেশ থেকেও অসংখ্য পর্যটকরা বর্তমানে ভীড় জমাচ্ছেন ভুবনেশ্বরী মন্দিরে । উল্লেখ্য, মহারাজা গোবিন্দ মানিক্য ভুবনেশ্বরী মন্দিরটি নির্মান করেছিলেন। রাজন্য আমলের বহু স্মৃতি জড়ানো এই মন্দিরটিকে দেখতে বর্তমানে ভীড় জমান বহু দূর দূরান্তের পর্যটকরা। এটির দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট। গত অক্টোবর থেকে ডিসেম্বর মাস অব্দি ৫৬১৪ জন পর্যটক এই ভুবনেশ্বরী মন্দিরে এসেছেন বলে জানান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের এক কর্মী। আগামী দিনে আরও বেশী পর্যটকরা এখানে আসবেন বলে উনি আশাব্যক্ত করেন। অপরদিকে উদয়পুরের এই রাজবাড়িটি রাতের অন্ধকারে সমাজদ্রোহি দের নেশার আখরায় পরিনত হয়েছে, তার কারণ রাজাবাড়ির চারিদিকে নেশা জাতীয় দ্রব্য সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। এবং এই রাজবাড়ির দালান গুলিতে জঙ্গলে পরিনত হয়ে রয়েছে। পরিস্কার করার জন্য কোন উদ্যােগ নেই কতৃপক্ষের। এই নিয়ে দুরদুরান্ত থেকে আসা পর্যটকদের মধ্যে এই নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

Exit mobile version