জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য রাজ্য প্রশাসনের। বর্তমান রাজ্য সরকার নেশামুক্ত সমাজ গড়ার পরিকল্পনা নিয়ে নানা কর্মসূচি পালন করলেও কিছু অসাধু ব্যবসায়ীরা রমরমা ভাবে আজও ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের ভূৃৃমিকা নিয়ে কথা উঠতে শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শনিবার গোপন খবরের ভিত্তিতে রাজধানীর মহারাজগঞ্জ ফাড়ীর পুলিশ থানার ওসি মোঙ্গেশ পাটারীর নেতৃত্বে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয় এবং এদিন প্রচুর পরিমাণ দেশী ও বিদেশী মদ আটক করেন অভিযানকারী দল। তাছাড়া এদিন ৭ জন মদ ব্যবসায়ীকেও আটক করা হয় বলে জানা যায়। নেশা বিরোধী অভিযান চালানোর পরও রাজ্যের নেশা কারবারি চালানোর বিষয়টিকে নজর দিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়।