জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জানা যায় গত কিছুদিন পূর্বে গিরিরাজ ফার্নিচারের একটি ডোর ক্যামেরা হাতিয়ে নিয়েছিল দোকানের এক কর্মচারী। তারপর দোকানে কর্মরত অন্য কর্মচারীদের এবং ম্যানেজারের সন্দেহে সঞ্জয় নামক একজনকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার কথার পরিপেক্ষিতে অন্য একজনের কাছ থেকে সেই ডোর ক্যামেরা উদ্ধার করেন তারপর এই ঘটনার অভিযোগ পেয়ে রামনগর থানার পুলিশ অভিযুক্ত সঞ্জয় এবং তার বন্ধু-বান্ধবসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন, তাছাড়া ফার্নিচার দোকান এর পক্ষ থেকে এখন অব্দি লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান রামনগর থানার পুলিশ আধিকারিক। চোরের উপদ্রব রাজধানীতে নতুন কিছু নয় তারপরও রাজ্য প্রশাসনের কোন ধরনের হেলদোল নেই, এই উপদ্রব দমাতে কী পদক্ষেপ নেবে রাজ্য প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।