জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ আগামী 20 শে ডিসেম্বর রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংঘটিত হবে ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষা মন্ত্রী, এবং পুরো নিগমের মেয়র সহ অন্যান্যরা। শুক্রবার আগরতলার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটির আহবায়ক সেবক ভট্টাচার্য আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার আগরতলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রমাকান্ত দেসহ অন্যান্য সদস্যরা। এ রাজ্য সম্মেলন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বর কে অবহিত করা হচ্ছে সুদীপ সান্তনু ভবন হিসাবে এবং সম্মেলন মঞ্চে নামকরণ করা হয়েছে ভুপেন দত্ত ভৌমিক মঞ্চ। সম্প্রতিকালে আগরতলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের পূর্বে একটি বৃহত্তর অংশ বঞ্চিত অবহেলিত সাংবাদিকরা একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতা সংকীর্ণ ব্যক্তিস্বার্থ এবং রাজনৈতিক ক্রিয়া নায়কের ভূমিকায় বিপরীতে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি নামে একটি সাংবাদিক ও সংবাদকর্মীদের সংগঠনের জন্ম দেয় উক্ত নির্বাচনের সাংবাদিকদের সংখ্যাগরিষ্ঠ অংশের জনাদেশ পেয়ে এই ফোরাম বিজি হবার পর রাজ্যের সাংবাদিকদের চাহিদা অনুযায়ী সংগঠনটি স্থায়ী সাংগঠনিক রূপ প্রদান করতে এবং ভবিষ্যৎ কর্মনীতি স্থির করতে আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলছে FDPMC প্রথম রাজ্য সম্মেলন। এদিন সংগঠনপর আহ্বায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের চিত্রসাংবাদিক থেকে শুরু করে সাংবাদিক সহ অন্যান্য বিষয়ে যারা মেধা প্রকাশ করে থাকেন সংবাদমাধ্যমের ভেতরে তাদেরকে সসম্মানে রাখা তৎসঙ্গে তাদের জীবনযাত্রা মানকে আরো উন্নততর করার লক্ষ্যে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রটেকশন মিডিয়া কমিউনিটি সারা রাজ্যব্যাপী কাজ করে যাবেন বলে জানান আগামী 20 ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সারা রাজ্যের সাংবাদিক চিত্রসাংবাদিক নিউজ অ্যাঙ্কার থেকে শুরু করে সমস্ত অংশের লোকেরা অংশগ্রহণ করবেন প্রথম রাজ্য সম্মেলনে।