জনতার কলম, ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- চাকমা ভাষাকে ত্রিপুরা রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা, চাকমা কাস্টমারি ল -এর সরকারি অনুমোদন, চাকমা ভাষা শিক্ষক নিয়োগ করা সহ ৬ দফা দাবিতে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদ আগামী ২০ ডিসেম্বর গণ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে। কাঞ্চনপুর, পেচারথল, ছৈলেংটা এবং আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে সহ বিভিন্ন প্রান্তে গণঅবস্থান করা হবে। দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত দু’ঘণ্টাব্যাপী চলবে এই গনঅবস্থান। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সম্পাদক শান্তি বিকাশ চাকমা। তিনি তিনি আরও জানান এই দাবিগুলি চাকমা সম্প্রদায়ের দীর্ঘদিনের।