Site icon janatar kalam

আবারও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পরিদর্শনে রাজ্যের শিক্ষামন্ত্রী

জনতার কলম ত্রিপুরা ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার রাজধানীর রামনগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয় পরিদর্শনে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ গত 7 ডিসেম্বর বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের খোলার পর ছাত্র-ছাত্রীদের উপস্থিতি এবং শিক্ষা প্রক্রিয়া কিরকম চলছে সে বিষয়ে খতিয়ে দেখার জন্য পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা মন্ত্রী জানান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বেশিদিন নেই তাই অভিভাবকের সম্মতি ক্রমে তাদেরকে বিদ্যালয় নিয়ে আসা হচ্ছে এবং প্রাথমিক বিভাগের পঠন-পাঠন প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে শিক্ষামন্ত্রী জানান দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা একটু ম্যাচিওরড তাই তাদের বিদ্যালয়মুখী করতে বেগ পেতে হয়নি, কিন্তু প্রাথমিক বিভাগের ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখি করতে সেই একই পর্যায়ে রুটিন বানিয়ে শিক্ষা প্রক্রিয়া চালু করতে হবে বলে। তাছাড়া এদিন শিক্ষামন্ত্রী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সময়মতো বিদ্যালয় আসার প্রশ্ন নিয়ে বলতে গিয়ে জানান বুধবার একজন শিক্ষক বিদ্যালয়ে দেরিতে এসেছে বলে ওনাকে এবসেন্ট দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তাছাড়া যে সমস্ত শিক্ষকরা ন্যায্য ছুটিতে গেছেন তাদেরকে বাদ দিলে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন বলে জানান। পাশাপাশি রাজ্যের শিক্ষকদের প্রতি তিনি গর্ব অনুভব করেন কেননা শিক্ষকরা আজ নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন, আর এন সি ই আর টি যেভাবে শিক্ষকদের ট্রেনিং দিচ্ছেন তাতে টিচার ট্রেনিং এ রাজ্য ভালো সুনাম অর্জন করেছেন বলে জানান শিক্ষামন্ত্রী। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এবং রাজ্যের ছেলেমেয়েদের গুণগত শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শিক্ষামন্ত্রী এই প্রচেষ্টায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা মানোন্নয়ন হবে বলে ধারণা করছেন শিক্ষানুরাগী মহল।

Exit mobile version