Site icon janatar kalam

রাম ঠাকুর কলেজ পরিদর্শনে রাজ্যের শিক্ষামন্ত্রী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সোমবার রাজ্যের অন্যতম কলেজ রাম ঠাকুর কলেজ পরিদর্শনে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি কলেজের পঠন পাঠন প্রক্রিয়া খতিয়ে দেখেন তাছাড়া কথা বলেন কলেজের শিক্ষার্থীদের সাথে। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কলেজের পঠন পাঠনের ক্ষেত্রে কিভাবে পরিচালনা করা হবে সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানেন বলে এবং বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা কলেজে একটি ল্যাব তৈরি করার কথা বললে শিক্ষামন্ত্রী একটি বাজেট এর মাধ্যমে সেদিকে কাজ করার আশ্বাস দিলেন। গত 7 ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন এর প্রক্রিয়া চালু হলেও বেশ কিছু প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি লক্ষ করা যাচ্ছে, তা সত্ত্বেও রাজ্যের ছাত্রছাত্রীরা সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রসর হবেন বলে ধারণা অভিজ্ঞ মহলের।

Exit mobile version