জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মহিলা কলেজ পরিদর্শনে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি কলেজ পরিদর্শনে গিয়ে কলেজে শ্রেণি কক্ষ, বর্তমান হোস্টেল এবং আশপাশের যাবতীয় মাঠঘাট ঘুরে দেখেন। তিনি জানান, মহিলা কলেজটি রাজ্যের ঐতিহ্যবাহী কলেজ। ২০১৮ সালের পর থেকে রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার শুরু করা হয়েছে। একইভাবে এই মহিলা কলেজ থেকে সংস্কার করে সাজিয়ে তুলতে সরকার বদ্ধপরিকর। কলেজটি পরিদর্শন করে লক্ষ্য করা যায় ছাত্রীদের সংখ্যা কলেজে বৃদ্ধি পাচ্ছে। আরো শ্রেণিকক্ষে প্রয়োজন রয়েছে। পুরনো হোস্টেলটি সংস্কার করা হবে। কলেজের পেছনে একটি পুকুর রয়েছে, পুকুরের কিছুটা অংশ কলেজে থাকলো স্থানীয়রা তার দখল করে নিয়েছে। তাই সেই জায়গাটি উন্মুক্ত করতে যারা শাসকের কাছে কলেজ কর্তৃপক্ষ চিঠি প্রদান করার কথা জানানো হয়েছে বলে জানান তিনি। রাজ্যের অন্যতম কলেজকে ঢেলে সাজাতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজন্য স্মৃতি বিজড়িত এই কলেজটিতে শুধু মেয়েদের শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটানো দিকে কাজ করে চলছে বহুদিন ধরে বলা বাহুল্য এই কলেজটি নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে এসেছেন।