জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার আর অন্যদিকে নেশা মাফিয়ারা চালিয়ে যাচ্ছে নেশার রমরমা বাণিজ্য”— ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান আদৌও কতটুকুই বা রাজ্যে কার্যকর হচ্ছে সেটা আর বলার অপেক্ষাই রাখে না । ফের একবার গোপন সূত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেলো খোয়াই জেলার ট্রাফিক পুলিশের DSP সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশ বাহিনী । নেশা বিরোধী অভিযানে আবারও বড়ো সরো সাফল্য পেলো খোয়াই জেলার ট্রাফিক পুলিশের DSP সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ বাহিনী । উল্লেখ্য, তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশের কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর আসে যে আগরতলা থেকে TR 01Q 1913 নম্বরের একটি SML মিনি ট্রাক গাড়িতে করে বহিঃরাজ্য আসামের উদ্দেশ্যে বিপুল পরিমাণে শুকনো গাজার পেকেট যাবে । সেই খবর মোতাবেক আজ রবিবার সকাল থেকেই হাওয়াইবাড়ির নাকা পয়েন্টের সামনে উৎ পেতে বসে থাকে খোয়াই জেলার ট্রফিক পুলিশের DSP সোনা চরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার বিশাল ট্রাফিক পুলিশ বাহিনী । আর তাতেই ট্রাফিক পুলিশের হাতে চলে আসে বিরাট সাফল্য । হাওয়াইবাড়ির নাকা পয়েন্টে ওই SML মিনি ট্রাক গাড়িটি আসা মাত্রই ট্রাফিক পুলিশ বাহিনী ওই গাড়িটি থামিয়ে গাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৮০০ কেজি শুকনো গাজার পেকেট উদ্ধার করে । পাশাপাশি ট্রাফিক পুলিশ বাহিনী গাড়ির চালক শিবু সরকার (২৭) বাবা সুকুমার সরকার কে হাতে নাতে পাকড়াও করে । সেইসাথে হাওয়াইবাড়ির নাকা পয়েন্টের নিকট পার্শ্ববর্তী SPO ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় । আজকের এই নেশা বিরোধী অভিযানে আটককৃত ৮০০ কেজি শুকনো গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার উপরে বলে জানা গেছে । তবে এইদিকে গাড়ির চালক শিবু সরকার ও তাঁর ওই গাড়িটিকে আটক করা হয়েছে তেলিয়ামুড়া থানায় । তবে এইদিকে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে প্রতিনিয়ত, রাজধানী আগরতলা শহরের মধ্যে এতগুলো থানা, নাকা পয়েন্ট থাকা সত্বেও কিভাবে এই গাজা বোঝাই গাড়িটি তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় এসে ধরা পড়লো ? তবে ওই এতগুলো থানার পুলিশের পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এইদিকে ।