জনতার কলম, ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-ভারতীয় প্রযুক্তির ব্যবহার করে এক উদ্ভাবনী ড্রজার নির্মান করে তাক লাগিয়ে দিয়েছে এস্কর্ট কনস্ট্রাকশান লিমিটেড। বৃহস্পতিবার আগরতলার মিলন সংঘে ডিলারশিপে রামদূতের সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের বিজনেস ম্যানেজার জয়দীপ বড়ুয়া। গ্রাহকেরা পাবেন সার্ভিসের সুবিধা। কম খরচায় যাবতীয় সুযোগ। ভোকাল ফর লোকাল এই স্লোগানকে মাথায় রেখে ভারতীয় প্রযুক্তির উৎকর্ষ ড্রজারের এস্কট কোম্পানির। সমস্ত ব্যাংকের সাথে মার্জার রয়েছে বলে জানান শ্রী বড়ুয়া।