জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার সচিবালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের ওয়েব পোর্টালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যাতে করে সকলে অনলাইনে মাতা ত্রিপুরেশ্বরীর দর্শণ করতে পারে। এর জন্য নির্দিষ্টভাবে সময় বেঁধে দেওয়া হয়। প্রতিদিন বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অনলাইন ইউটিউবে মাধ্যমে লাইভ দর্শণ করতে পারবে ভক্তরা। ভোর চারটা থেকে পাঁচটা পর্যন্ত সকল ভক্তরা মন্দিরের ভিতর দর্শন করতে পারবে। পাশাপাশি এখন থেকে ভক্তরা দূরদূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে ত্রিপুরেশ্বরী মন্দিরে অর্থ রাশি দান করতে পারবে। এটা সম্পূর্ণ ইনকাম ট্যাক্স ফ্রি হবে। এ ধরনের অনলাইন সিস্টেম পূর্বে কখনো ছিল না বলে জানান মুখ্যমন্ত্রী।