জনতার কলম ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- শনিবার প্রথমবারের মতো রাজ্যে এসেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজ্য প্রভারী বিনোদ সোনকর। রাজ্যে এসে তিনি দলের যাবতীয় হাল হকিকতের খবর নেন এবং আগামীকাল সকাল আটটা থেকে রাজ্যের সবকজন বিধায়ক, মন্ত্রী, কার্যকর্তাদের সাথে পৃথক পৃথকভাবে কথা বলবেন দায়িত্বপ্রাপ্ত নতুন প্রভারী কেননা শাসক দলে এবং প্রশাসনে ব্যাপক সংস্কার চেয়ে দূর্গা পূজার আগে থেকেই কয়েকদফায় দিল্লি গিয়েছিলেন দলের সংস্কারপন্থীরা এই কথা মাথায় রেখে রাজ্য প্রভারী বিনোদন সোনকর তাদের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। রাজ্যে আসা নতুন প্রভারী কে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে স্বাগত জানান দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, রাজ্যে বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজ্য যুব মোর্চার সভাপতি নবদল বনিক, সদর শহর জেলা সহ সভাপতি সুকান্ত ঘোষ, সদর শহর জেলা যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ এবং প্রদেশ বিজেপি নেতৃত্ব সহ যুব মোর্চার শত শত ভায়েরা। রাজ্যের নতুন প্রভারীকে নিয়ে বিশাল মিছিলের মাধ্যমে বিমানবন্দর থেকে উনাকে নিয়ে আসা হয় স্টেট গেস্ট হাউসে এবং পূর্ব ত্রিপুরা সংসদ রেবতী কুমার ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক ও খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় নেতৃত্বের সাথে বৈঠকে মিলিত হন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নতুন প্রভারী জানান দলকে আরো মজবুত করা এবং দলের মধ্যে যে ক্ষত চিহ্ন রয়েছে সেগুলিকে দূর করে সবাইকে একত্র করে রাজ্যের মানুষের স্বার্থে কাজ করে যাবেন বলে জানান। রাজ্য বিজেপি তে নতুন প্রভারী দায়িত্ব নেওয়ার পর দলের গোষ্ঠী কোন্দলের প্রভাব কতটুকু দমিয়ে সবাইকে একত্র করে দলের স্বার্থে কাজ করাতে পারেন সেটাই এখন দেখার বিষয়।