Site icon janatar kalam

মাথাচারা দিয়ে আবারো উঠলো উগ্রপন্থী, অপহরণ এক যুবক

জনতার কলম,ত্রিপুরা,দামছড়া,প্রতিনিধি :- ফের অপহরণের পুরনো সংস্কৃতির ধারার শুভারম্ভ হলো বিজেপি-আইপিএফটি জোট শাসনাধীন রাজ্যে। গতকাল গভীর রাতে আনুমানিক ১২ টা নাগাদ উওর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন কাটুয়া ব্রীজ সংলগ্ন জয় রাম পাড়া থেকে লিটন নাথ ৩৫ বছর বয়সী এক বাঙ্গালী ব্যাক্তিকে অঙ্গাত কিছু দুষ্কৃতকারীরা অপহরন করে নিয়ে যায় । উল্লেখ্য, এই অপহরণের জের ধরে পরিবারে মুক্তি পন চাওয়া হয় দেড় লক্ষ টাকা। এই অপহরণের খবর সাত সকালে চাওর হতেই গোটা এলাকাজুড়েই চাঞ্চল্য বিরাজ করছে । পাশাপাশি সাধারণ জনমনেও আতঙ্ক বিরাজিত।

Exit mobile version