জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ফ্রেডরিখ এঙ্গেলস ছিলেন জার্মান সমাজ বিজ্ঞানী, লেখক, রাজনৈতিক তাত্ত্বিক,দার্শনিক, এবং মার্কসের সাথে মার্কসবাদের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৮৪৮ সালে কার্ল মার্কসের সাথে যৌথভাবে কমিউনিস্ট পার্টির ইশতেহার রচনা করেন, পরে কার্ল মার্কসকে পুঁজি গ্রন্থটি গবেষণা ও রচনার জন্য অর্থনৈতিকভাবে সহায়তা করেন। তিনি পরিবার অর্থনীতি বিষয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কার্ল মার্ক্স ও ফেডরিক এঙ্গেলস ছিলেন প্রকৃত ব্ন্ধুত্বের নজির। মাক্সকে জানতে হলে এঙ্গেলসকে জানতে হবে ঠিক একইভাবে এঙ্গেলসকে জানতে হলে মাক্সকে জানতে হবে শনিবার রাজধানীর মেলারমাঠস্থিত দশরথ ভবনে মহান দার্শনিক ফেডরিক এঙ্গেলস এর জন্মদিন পালনের মধ্য এরকম মন্তব্য করেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ। মহান দার্শনিক ফেডরিক এঙ্গেলস ও কার্ল মার্ক্সের রচিত মাক্সবাদের ভূমিকা বিশ্বের নানা দেশে পরাধীনতার জঞ্জাল থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা উঠে এসেছে।