জনতার কলম, ত্রিপুরা, আগরতলা ,প্রতিনিধি:- ডিসেম্বর মাসের 17 তারিখ পুরনিগমের মেয়াদ শেষ হতে চলেছে। শনিবার আগরতলার কংগ্রেস ভবনে পুরো নিগমের সমস্ত ব্লক কমিটির সদস্যদের কে নিয়ে বৈঠকের আয়োজন করা হয় এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। পুরনিগম নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য সরকার তা নিয়ে কোন ধরনের চিন্তাভাবনা করছেন না এবং তার পাশাপাশি নির্বাচনকে কিভাবে পেছানো যায় সেই দিকেই বিশেষভাবে নজর দিয়ে চলছেন রাজ্য সরকার। বর্তমান বিজিবি সরকার রাজ্যে অসিন হওয়ার পর যে সমস্ত প্রতিশ্রুতি গুলো দিয়েছিল তা একটাও সম্পূর্ণভাবে বাস্তবায়িত করেন নি তার কারণে এবার রাজ্যের জনসাধারণ চাইছেন কিভাবে পৌর নিগন নির্বাচনে কংগ্রেস দল কে পুরনিগম নির্বাচনে জনসাধারণ চাইছে। বর্তমান বিজেপি সরকার যে সমস্ত কর্মসূচীগুলি রাজ্যের জনগণের জন্য ঘোষণা করেছিলেন তা এখনো সম্পন্ন করতে পারেননি তাই পৌরনিগম নির্বাচনে এবার বিজেপি দলের ফলাফল ভালো হবে না বলে জানান রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত পৌরনিগমের সদস্য ও কর্মীদের নিয়ে বিশেষ এই গুরুত্বপূর্ণ আলোচনা করার মূল বিষয় হল কিভাবে পৌর নিগন নির্বাচনে কংগ্রেস দল প্রত্যেকটি আসনেই ভালো ফলাফল করতে পারে তার সঙ্গে সমস্ত দলীয় কর্মী সমর্থকরা যাতে নির্বাচনের আগে থেকেই কাজে ঝাঁপিয়ে পড়েন তার জন্য আহ্বান রাখেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।