Site icon janatar kalam

সরকার স্কিম চালু করলে ফল আসে সময়েঃ- মুখ্যমন্ত্রী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বর্তমান সরকার স্কিম চালু করলে সময়ের মধ্যে ফল আসে। যেমন বছর বাঁচাও পরীক্ষা। এই স্কিম দিয়ে ছাত্র-ছাত্রীরা যখন সুবিধা নিতে পারে তখন অভিভাবকরা অনুধাবন করতে পারে। শুক্রবার চিফ মিনিস্টার এনোয়াল স্ট্রেইট এওয়াড এবং একাডেমিক এক্সিলেন্ট টু স্কুল স্টুডেন্ট ২০২০ অনুষ্ঠানে বক্তব্য রেখে এমনটা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পূর্বে বৃক্ষরোপণ করা হলে পরিচর্যার অভাবে মাত্র ২৫ শতাংশ গাছ বাঁচত। বর্তমানে ৭০ থেকে ৮০ শতাংশ গাছ বাঁচতে পারে। আর সেই গাছগুলি সাক্ষী সরকার কাজ করছে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শ্রীদেব আরো বলেন, ২০১৮ সালে মাধ্যমিকে এডিসি এলাকায় পাসের হার ছিল ৩৯.৪ শতাংশ, ২০২০ সালে মাধ্যমিকে পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮.৩ শতাংশ। ২০১৮ সালে উচ্চমাধ্যমিকে এডিসি -তে মাধ্যমিকে পাশের হার ছিল ৭৮.৬ শতাংশ, ২০২০ -তে বেড়ে হয়েছে পাশের হার ৮০.৮ শতাংশ। আর এটা সম্ভব হচ্ছে সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে। কিন্তু কেউ কেউ আঙুল তুলে বলছেন, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সকালে একটা করে বিকেলে আরেকটা করেন। তাহলে মুখ্যমন্ত্রী বলেন তিনি তিনটা করেন। কিন্তু শিক্ষা মন্ত্রী রাজ্যে শিক্ষার মান উন্নয়নের জন্য সেটা করছে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।

Exit mobile version