জনতার কলম,ত্রিপুরা,শান্তির বাজার প্রতিনিধি:- শান্তির বাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়া থেকে গুনরাম পাড়া যাতায়তের সুবিধার্থে পুর্তদপ্তরের উদ্দ্যোগে নতুনকরে পীচ রাস্তা নির্মানের কাজশুরু করাহয়েছে। কিন্তু দুর্ভাগ্য বশত নতুন ঠিকেদারের জন্য এই কাজটি হচ্ছে নিম্নমানের এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বর্তমানে রাজ্যে নতুন সরকার গঠনের পর ঠিকেদারী ব্যাবসা বেঙের ছাতার মতো গজেউঠেছে। নতুন নতুন ঠিকেদারদের একটাই মুখ্যউদ্যেশ্য রাতারাতি বড়লোক হোওয়া। এই উদ্দ্যেশ্যকে পাথেয়করে ঠিকেদারি কাজকরে চলছে নব্যঠিকেদাররা। আর এদের অধিকাংশদের মদত যোগিয়ে যাচ্ছে কিছুসংখ্যক নেতৃত্বস্থানের লোকজন ও দপ্তরের আধিকারিকরা। শান্তির বাজার পূর্তদপ্তরের আধিকারিক প্রবীর বরন দাস ওরফে কুট্টি স্থানীয় বাসিন্দা হবার কারনে এক অংশের অর্থের বিনিময়ে এইসব নিম্নমানের কাজকে পশ্রয় দিচ্ছেবলে অভিযোগ উঠে আসছে একাংশমহল থেকে। এমনই একটি ঘটনা লক্ষ্যকরাগেলো গার্দ্দাং গুনরাম পাড়ায়। এই এলাকার রাস্তা নির্মানের দায়িত্ব দেওয়াহলো নব্য ঠিকেদার শান্তির বাজারের বাসিন্দা রাজু দত্তকে। ঠিকেদারবাবু পকেট পুরানোর জন্য মেটিলিং এর জায়গায় রাবিশ দিয়ে কাজকরে চলছে। এতেকরে বিক্ষুব্ধ এলাকাবাসী অসহায় অবস্থায় সংবাদমাধ্যমের দারস্তহলো। উনাদের দাবি সঠিকভাবে এই রাস্তা নির্মানকরাহোক। নাহলে আগামীদিনে এলাকাবাসী এই রাস্তা নির্মানের কাজবন্ধকরে দেবেন বলে জানান। এখন দেখারবিষয় এলাকাবাসীর উন্নয়নস্বার্থে দপ্তর কিপ্রকার পদক্ষেপগ্রহন করে।