জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- শুক্রবার এক বাড়ি থেকে প্রচুর পরিমানে কাঠ উদ্ধার করলো গর্জি বন সুরক্ষা ইউনিট এর কর্মীরা। নেতৃত্বে ছিলেন সুমন বক্সী। ঘটনা, শুক্রবার উদয়পুর বাগমা বিধানসভা কেন্দ্র বারভাইয়া স্থিত নিখিল পালের বাড়িতে। বাড়িতে চোরাই কাঠ রাখার ঘটনার খবরে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়।ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার উদয়পুর গর্জি স্থিত বন সুরক্ষা ইউনিট এর কর্মীরা বাগমা বিধানসভা কেন্দ্র অধীন বারভাইয়া স্থিত নিখিল পালের বাড়িতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে প্রায় ৩৫ফুট কাঠ উদ্ধার করে। এই বিষয়ে বন সুরক্ষা ইউনিট এর দায়িত্বপ্রাপ্ত বন আধিকারিক সুমন বক্সী জানান উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য প্রায় চল্লিশ টাকা হবে বলে জানা যায়। এদিকে বিশাল পরিমাণ এই কাঠ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।