জনতার কলম,ত্রিপুরা,শান্তিরবাজার,প্রতিনিধি :-রাজ্যসরকার রাজ্যে বেকারত্ব কমানোরজন্য পুলিশের এস পি ও পদে নিয়োগের সিদান্ত নিয়েছেন। রাজ্যসরকারের এই সিদান্ত অনুযায়ী আজ সকাল থেকে শান্তির বাজার থানায় এস পি ও পদে নিয়োগের পক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইন্টারভিও দিতে আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানাযায় উনারা সকাল ৮ ঘটিকাথেকে লাইনে দারিয়ে আছেন। এছারা জানাযায় এই পদের জন্য অষ্টম শ্রেনী উক্তিন্ন ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে। সেই জায়গায় দেখা যাচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে উক্তিন্ন ছাত্র ছাত্রীরাও এই পদে চাকুরীর জন্য প্রয়াস চালিয়েযাচ্ছে। আবেদন কারীরা নিশ্চিত যে উনাদের চাকুরীটা হবে। সকলে ব্যাপক উৎসাহের সহিত এই নিয়োগ পক্রিয়ায় অংশগ্রহন করেছে। আজকের এই নিয়োগ পক্রিয়ায় আগত অধিকাংশ লোকজন সামাজিক দুরত্ব ছারাই চলাফেরা করছে এমনটাই দেখাগেলো। এই মহামারির মধ্যে থানায় এইভাবে ভীর জমনোর বিষয়নিয়ে তিব্রগুঞ্জন চলছে অভিঞ্জমহলে।