Site icon janatar kalam

সাংবাদিকের পর পুলিশ আক্রান্ত বিচার করবে কে ?

জনতার কলম, এিপুরা,বিলোনিয়া, প্রতিনিধি :- দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিলোনিয়া থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী সাব ইন্সপেক্টর । ঘটনা সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের সুকান্ত নগর পঞ্চায়েতের ড্রপগেইট এলাকায় । একের পর এক সাংবাদিক আক্রান্ত হওয়ার পর শুরু হয়েছে পুলিশের উপর আক্রমণ । কালীপুজোর দশমী নামে বিলোনিয়া ড্রপ গেট এলাকায় শাসক দলের নেতার বাড়িতে ফুল ভলিউমে বক্স মেশিন বাজিয়ে উন্মত্ত তান্ডব লীলা ।এই তাণ্ডবলীলা তে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন বিলোনিয়া থানাতে খবর দেওয়ার পর , মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে , পেট্রোলিংরত এএসআই স্বপন সেন সহ টিএসআর বাহিনীরা ড্রপ গেট এলাকার প্রাক্তন পুলিশ কনস্টেবল তথা শাসক দলীয় বিজেপি নেতা কিরণ বিশ্বাসের বাড়িতে গিয়ে বক্স মেশিন বন্ধ রাখার জন্য বলে এএসআই স্বপন সেন । শাসক দলীয় নেতা কিরণ বিশ্বাস নিজেকে বাহুবলী হিসেবে জাহির করতে গিয়ে এএসআই স্বপন সেন এর সাথে বাকবিতন্ডা জড়িয়ে পড়ে এবং বাহুবলী নেতা কিরণ বিশ্বাস সাফ জানিয়ে দেন বক্স মেশিন বন্ধ হবে না । এই কথা শোনার পর এএসআই স্বপন সেন বলে কার পারমিশনে বক্স মেশিন বাজানো হচ্ছে । এই কথা বলার পরই হঠাৎ শাসক দলীয় নেতা কিরণ বিশ্বাস আক্রমণ করে বসে এএসআই স্বপন সেন এর উপর , তার পাশাপাশি কিরণ বিশ্বাসের দুই ছেলে কিশোর বিশ্বাস ও কৌশিক বিশ্বাস ও মারধর শুরু করে বলে অভিযোগ আহত এএসআই স্বপন সেন এর । কৌশিক বিশ্বাস আবার SSB কর্মী । এই ঘটনা দেখে টিএসআর বাহিনী এএসআই স্বপন সেন কে আক্রমণের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রেসের বাহিনীও আক্রান্ত হয় । এক সময় এএসআই স্বপন সেন কে একদল উন্মত্ত বাহিনী টেনে হেঁচড়ে নিয়ে ড্রেনে ফেলে মারতে শুরু করে , ছিনিয়ে নেওয়া হয় পুলিশের ডায়েরি ,কলম ও পকেটে ছিল ফাইন মানি 20 হাজার টাকা সেই টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ । সাথে সাথে ঘটনার খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে । ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ সাদিক অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত এসআই স্বপন সেনকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সোমবার রাতেই উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ।এদিকে অতিরিক্ত পুলিশ বাহিনী আসছে শুনে আক্রমণকারীরা গা ঢাকা দেয় কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তথা বিজেপি মন্ডল সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয় । থানাতে কিরণ বিশ্বাস অসুস্থতা বোধ করাতে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকেও উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । কিরণ বিশ্বাস নিজে একজন পুলিশ কর্মী ছিলেন পুলিশকর্মী হয়ে পুলিশের উপর এধরণের বর্বরতা আক্রমণের ঘটনায় বিলোনিয়া জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে । এখন দেখার বিষয় প্রাক্তন পুলিশকর্মী তথা বিলোনিয়া মন্ডল সদস্য সহ অন্যান্য আক্রমনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় । নাকি অদৃশ্য শক্তির বলে ঘটনা ধামাচাপা পড়ে যাবে সেটাই প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে ।

Exit mobile version