Site icon janatar kalam

১০০ আসন বিশিষ্ট ছাত্রী আবাসনের শিলান্যাস হল আজ

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মহিলা কলেজে ১০০ আসন বিশিষ্ট উপজাতি ছাত্রী আবাসনের শিলান্যাস করা হয় মহিলা কলেজে। এর ভিত্তিপ্রস্তর করেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং সাংসদ প্রতিমা ভৌমিক। এক্ষেত্রে ব্যয় হবে ৪ কোটি টাকা। প্রজেক্টের কাজ আগামী ১৮ মাসের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছাত্রী নিবাস ১৮৮৬ স্কয়ার ফুট হবে। এদিন ভিত্তিপ্রস্তরের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, পয়সার অভাবে বহু ছাত্রী দূরদূরান্ত থেকে শহরের মহিলা কলেজে এসে পড়তে পারে না। সেদিকে গুরুত্ব দিয়ে সরকার ছাত্রী নিবাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একইভাবে গন্ডাছড়াতে ছাত্র আবাসন এবং ফটিকছড়াতেও আবাসন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে এতে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা হবে। মেয়েরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবে বলে অভিমত ব্যক্ত করলেন সাংসদ প্রতিমা ভৌমিক।
এদিকে উপজাতি কল্যাণ মন্ত্রীর মেবার কুমার জমাতিয়া বললেন, সরকার এটি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দূরদূরান্ত থেকে ছাত্রীরা মহিলা কলেজ এসে পড়াশোনা করতে আর্থিকভাবে এবং বিভিন্ন সমস্যার দরুণ অনেকটা সমস্যায় পড়তে হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে আবাসন গড়ে উঠলে অনেকটা সহযোগিতা হবে ছাত্রীদের বলে অভিমত ব্যক্ত করলেন তিনি।

Exit mobile version