রাজ্যে আবারো শিশু মৃত্যুর ঘটনা । উল্লেখ্য ৫ই ডিসেম্বর রাজধানীর আই জি এম হাসপাতালে জন্ম হয়েছিল সোনামুড়া জেলার রামপদ এডিসি ভিলেজের খোকন ত্রিপুরার ছেলের । জন্মের পর আই জি এম হাসপাতালের এক কর্মরত চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন যে দেড় মাস পর থেকে যেন বাচ্চাকে টিকা প্রদান করা হয় , কিন্তু বাচ্চাটি সর্দি জ্বরে আক্রান্ত থাকায় বাচ্চাটির বাবা প্রথমে টিকা দানে নেয়নি , পরবর্তী সময় রামপদ এডিসি ভিলেজ সাব সেন্টারের এক কর্তব্যরত কর্মী আশিস দাসের পরামর্শে বাচ্চাটি সর্দি জ্বরে আক্রান্ত থাকা সত্ত্বেও টিকা প্রদান করা হয় । পরবর্তী সময় বাচ্চাটি অসুস্থ হয়ে পরে , প্রথমে চিকিৎসার জন্য রাজধানীর হাপানিয়া হাসপাতালে নিয়ে আসা হয় , চিকিৎসার পরে চিকিৎসকরা জানায় বাচ্চাটি নিমোনিয়া জ্বরে ভোগছে সেখানে অনেক চেষ্টার পরে ব্যর্থ হওয়ায় পরে রাজধানীর আই জি এম হাসপাতালে রেফার করা হয় এবং এখানেও চিকিৎসকরা অনেক চেষ্টার পরে আজ বাচ্চাটি মৃত্যুর কোলে ঢেলে পরে । শিশুটির বাবার অভিযোগ যে ভুল টিকাকরণের ফলে ছেলে প্রাণ হারিয়েছে ।
Leave a Comment