Site icon janatar kalam

মাতাবাড়িতে হচ্ছেনা এবছর দীপাবলি উপলক্ষে মেলা,চিন্তার ভাঁজ পেরা ব্যবসায়ীদের মধ্যে

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- করুনা আবহে বিভিন্ন বিধিনিষেধ থাকায় এ বছর আর দীপাবলি মেলা হচ্ছে না, একান্ন পীঠস্থান মাতা বাড়িতে। বসছেনা কোন অস্থায়ী দোকানপাট।থাকছেনা কোনো প্রদর্শনী! হবে না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর দীপাবলি মেলা নয় , এ বছর হবে ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন। থাকছেনা কোনো বিশেষ ট্রেনও। সবই হচ্ছে করুনা আবহের জন্য। সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে পারবে দর্শনার্থীরা। যেহেতু এবছর দীপাবলি উপলক্ষে কোন মেলা বসেছে না, তার জন্য চিন্তার ভাঁজ পড়েছে মাতারবাড়ি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও।যেহেতু লোকসমাগম আগের মত হবে না তাই তারা অন্যান্য বছরের তুলনায় এ বছর পেড়ার সংখ্যাটা অনেকটাই কম তৈরি করছে। এমনটাই জানালো মাতারবাড়ীর স্থানীয় ব্যবসায়ীরা সংবাদমাধ্যমের কাছে।

Exit mobile version